You have reached your daily news limit

Please log in to continue


অস্ত্রবিরতির মধ্যে কম্বোডিয়ার কাছে স্থলমাইন বিস্ফোরণে ৩ থাই সেনা আহত

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে তিন থাই সেনা আহত হয়েছেন।

গত মাসের পাঁচ দিনের প্রাণঘাতী লড়াইয়ের পর শুরু হওয়া অস্ত্রবিরতি চলার মধ্যেই শনিবার ঘটনাটি ঘটে, জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে, থাইল্যান্ডের সিসাকেত ও কম্বোডিয়ার প্রেয়াহ ভিহার প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় তাদের এক সেনা অলক্ষ্যে একটি স্থলমাইনে পা ফেলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে ওই সেনার এক পায়ের পাতা উড়ে যায় ও আরও দুই সেনা আহত হন।

আহত সেনাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থাইল্যান্ড জানিয়েছে, তাদের ভূখণ্ডের একটি এলাকায় ঘটনাটি ঘটেছে। সম্প্রতি ওই এলাকাটি থেকে স্থলমাইন অপসারণ করা হয়েছিল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে ব্যাংকক কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। অস্ত্রবিরতি চুক্তিতে স্থলমাইনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আর এর ব্যবহারে থাই সার্বভৌমত্ব লঙ্ঘন হবে বলে ঘোষণা করা হয়েছে। চুক্তিতে উভয় দেশ স্বাক্ষর করেছে।

কম্বোডিয়া থাইল্যান্ডের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, অস্ত্রবিরতি চুক্তির পর তারা নতুন করে কোনো স্থলমাইন পুঁতে রাখেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন