You have reached your daily news limit

Please log in to continue


দাপট দেখাচ্ছে ‘সাইয়ারা’, হঠাৎ চমকে দিল ‘মহাবতার নরসিমা’

একদিকে প্রেম ও সুরের রোমান্টিক ঢেউয়ে ভাসিয়ে চলেছে ‘সাইয়ারা’, অন্যদিকে পৌরাণিক মিথ ও অ্যানিমেশনের অসাধারণ মিশেলে দর্শক টানছে ‘মহাবতার নরসিমা’। আর এই দুই ছবির মাঝখানে পড়ে ধুঁকছে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি ‘ধড়ক ২’ ও ‘সন অব সরদার ২’।
‘সাইয়ারা’র একচেটিয়া সাফল্যের কথা মাথায় রেখে অজয় দেবগনের ‘সন অব সরদার ২’-এর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১ আগস্ট। কিন্তু লাভ হয়নি। নবাগত অহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ব্লকবাস্টার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এদিকে ২৫ জুলাই মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিমা’ ধীরে ধীরে চমক দেখাতে শুরু করেছে। পৌরাণিক কাহিনিভিত্তিক এ ছবি এখন বক্স অফিসে অন্যতম আলোচিত নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন