বর্ষার ফ্যাশনে স্টাইল আর আরাম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ১৭:২৫

বর্ষা মানেই এক পশলা বৃষ্টি, স্নিগ্ধতা। আবার বিপরীত দৃশ্য হল কাদা, ভেজা জামা আর অস্বস্তিকর পরিস্থিতি।


তাই এই মৌসুমে ফ্যাশন মানেই শুধু স্টাইল নয় বরং আরাম ও বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়।


বর্ষাকালের ফ্যাশনে এমন পোশাক বেছে নেওয়া উচিত যা সহজে শুকিয়ে যায়, ভিজে গেলে ভারী লাগে না, আবার দেখতে ট্রেন্ডি ও আকর্ষণীয়ও হয়।


হালকা কাপড়ের দিকেই ঝোঁক


“বর্ষাকালে সুতির কাপড় একটু বেশি সময় নেয় শুকাতে। তাই এই সময় সিনথেটিক, নাইলন বা পলিয়েস্টারের মতো দ্রুত শুকানো যায় এমন কাপড় বেছে নেওয়া ভালো। জর্জেট, শিফন বা রেয়ন কাপড়ও বর্ষার জন্য চমৎকার। এগুলো হালকা, দেহে লেপটে থাকে না এবং সহজে পরিষ্কার করা যায়” বলেন পোশাক-নকশাকার ও ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও