১৯৩০-এর দশকে ইউরোপে যেভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, সেভাবে আজ ডানপন্থী জনতুষ্টিবাদও ভাইরাসের মতো দেশে দেশে ছড়িয়ে পড়ছে। এই লোকরঞ্জনবাদী রাজনীতির প্রতিটি ধরন একেক দেশের সংস্কৃতি ও ইতিহাস অনুযায়ী একেক চেহারা নিয়ে হাজির হচ্ছে।
এর ধারাবাহিকতায় জাপানেও এখন তাদের নিজস্ব ঘরানার ডানপন্থী জনতুষ্টিবাদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সানসেইতো নামে একটি রাজনৈতিক দলের মাধ্যমে এর প্রকাশ লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে নির্বাচনের আগে দলটি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকার স্বার্থ আগে’ স্লোগানটির মতো ‘জাপানিজ ফার্স্ট’ বা ‘জাপানি স্বার্থ আগে’ বলে একটি স্লোগানে প্রচার চালায়।