You have reached your daily news limit

Please log in to continue


ত্রয়োদশ সংসদ নির্বাচন: যেভাবে পাল্টাল ৩৯ আসনের সীমানা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন; সবশেষ দ্বাদশ সংসদের ২৬১টি আসনের সীমানা বহাল রেখে বাকি ৩৯টি আসনে পরিবর্তন আনার কথা বলা হয়েছে সেখানে।

এবার গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে বাগেরহাট জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

খসড়া প্রকাশের পরদিন বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে শুরু করেছেন সংক্ষুব্ধরা।

বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবি জানিয়ে বিএনপির নেতারা সিইসির সঙ্গে সাক্ষাৎও করেছেন।

৩৯টি আসনে পরিবর্তনের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে মাসখানেক।

প্রস্তাবিত আসন সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য ১০ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সেসব বিষয়ে শুনানি করে বিষয়গুলোর নিষ্পত্তি করা হবে। তারপর ৩০০ নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে এএমএম নাসির উদ্দিন কমিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন