You have reached your daily news limit

Please log in to continue


কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

কিয়েভে বৃহস্পতিবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে জানায়, এর আগে নিহতের সংখ্যা দুই শিশুসহ ১৬ জন ছিল।

কিন্তু এরপর সাভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবন থেকে উদ্ধারকারীরা ২ বছর বয়সী এক শিশুসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবারের হামলায় ১৬ শিশুসহ মোট ১৫৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঝাপোরিঝঝিয়ায় রুশ হামলায় আজ শুক্রবার সকালে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রামে পোস্ট করে এই দাবি জানিয়েছে।

বৃহস্পতিবারের হামলার পর আজ ইউক্রেনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর এটি রাজধানী কিয়েভের ওপর সংঘটিত সবচেয়ে মারাত্মক হামলার অন্যতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন