
সৌদি আরবে বিনোদন পার্কে ভেঙে পড়লো রাইড, আহত ২৩
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ২১:১৬
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) রাতে পার্কটির ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি রাইড মাঝপথে ভেঙে নিচে পড়ে যায়। বৃহস্পতিবার (২৫ জুলাই) আল-অ্যারাবিয়াসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে ভেঙে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে। এতে আরোহীরা ছিটকে পড়ে আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে তাইফের স্থানীয় কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দুর্ঘটনা