
পুরুষদের পোশাকে আভিজাত্য আনবে যেসব কালার কম্বিনেশন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৬
পোশাক শুধু শরীর ঢেকে রাখার উপায় নয়, এটি আমাদের ব্যক্তিত্ব, রুচি আর সামাজিক অবস্থানকেও প্রকাশ করে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সঠিক রঙের শার্ট-প্যান্ট বা শার্ট-স্যুটের সংমিশ্রণ একজন মানুষকে এক মুহূর্তেই অনেক বেশি মার্জিত, পরিপাটি ও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।
অনেক সময় আমরা ভাবি – কালো শার্টের সঙ্গে কি নীল জিনস মানাবে? সাদা শার্টে কি ধূসর প্যান্ট চলবে? কিংবা অফিসে কোন কম্বিনেশনটি সবচেয়ে ‘অফিশিয়াল’ লাগবে?