দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, চলে গেল মাইলস্টোনের আয়ান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৩:১৪

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।


রোববার রাত পৌনে দুইটায় ১৪ বছর বয়সী দগ্ধ শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান মারা গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ পোড়া নিয়ে আয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।


এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হল ৩৪ জনের।


ঢাকার সিএমএইচ হাসপাতালে ১৫টি ‘বডিব্যাগে’ থেকে চূড়ান্তভাবে ১৪ জনের মরদেহ শনাক্ত হয়। এবং লুবানা হাসপাতালের অজ্ঞাত মৃত ব্যক্তিকে পরে ইউনাইটেড হাসপাতালে আনার পর সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়। তাই রোববার পরে মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করে ৩৩ জনে নামিয়ে এনেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও