দেশের ফুটবলে নারীরাই হোক পথের দিশারি

ঢাকা পোষ্ট মানজুর মোরশেদ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১০:৩৬

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল…, মুক্তিযুদ্ধের সময়কার স্মরণীয় এই গানের কলির মতোই বাংলাদেশের ফুটবলাকাশের পূর্বদিগন্তে নতুন সূর্যের দেখা মিলেছে! যে সূর্য আভায়-বিচ্ছুরণে প্রতিভাত হচ্ছে দিগ্বিদিক। দশকের পর দশক ধরে যে হতাশা-দুঃখ বয়ে বেড়াচ্ছে এদেশের পুরুষ ফুটবল দল, সেই হতাশা ভুলিয়ে দিয়েছে নারী ফুটবল দল!


শীর্ষ খেলোয়াড়দের বিদ্রোহ, কারও দল ছেড়ে সংসারী হওয়া—কত কী ঘটেছে, কিছুই আটকে রাখতে পারেনি অদম্য নারীদের! কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে নারী ফুটবলের যে ভিত তৈরি করে দিয়ে গেছেন—সেটি এখন আরও পত্র-পল্লবে বিকশিত আরও শক্তিশালী!


নারী ফুটবল চালানো বাফুফে’র মতো গরিব ফেডারেশনের জন্য ছিল সহজ এক কাজ। এখানে টাকা পয়সার চটকদারি ছিল না, ছিল না ক্লাব ফুটবলের দাপট। আর তাইতো শ্রম-মেধার বিনিয়োগ এখানে সহজ হয়েছে, ফলও মিলেছে। পুরুষ ফুটবলে ক্লাব কাঠামোর দুর্বলতা রয়েছে, সেখানে নেই বয়সভিত্তিক ফুটবল, নেই হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল, নেই শহরভিত্তিক দল; যে কারণে তৈরি হচ্ছে না সাপোর্টার গ্রুপ। এই দূরবস্থা কাটানোর জন্য এখন প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকছে ফুটবল ফেডারেশন, কিন্তু তাতে কি মিলবে সাফল্য?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও