থাইল্যান্ডের সঙ্গে ‘অবিলম্বে অস্ত্রবিরতি’ চায় কম্বোডিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১২:৫৪

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে সীমান্তে তুমুল লড়াইয়ের মধ্যে থাইল্যান্ডের সঙ্গে ‘অবিলম্বে’ অস্ত্রবিরতি চেয়েছে কম্বোডিয়া।


জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছেয়া কিও বলেছেন, তার দেশ ‘শর্তহীন’ অস্ত্রবিরতি চেয়েছে। নম পেন ‘বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি চায়’ বলেও তার ভাষ্য।


থাইল্যান্ড এখন পর্যন্ত অস্ত্রবিরতির প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি বলে জানিয়েছে বিবিসি।


এর আগে শুক্রবার তারা কম্বোডিয়া সীমান্তের আটটি জেলায় মার্শাল ল’ জারি করেছিল।


এদিকে শনিবারও দুই পক্ষের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। থাইল্যান্ড বলেছে, তাদের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে নতুন এক এলাকায় কম্বোডিয়ানরা হামলা চালিয়েছে, কিন্তু নৌবাহিনী তাদের পিছু হটতে বাধ্য করেছে। তার আগে ব্যাংকক সীমান্তের সুরিন, উবোন রাচাথানি ও শ্রিসাকেত প্রদেশে সংঘাতের খবর দিয়েছিল।


দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত সেনা ও বেসামরিক মিলিয়ে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দুই লাখ মানুষকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও