
বাসায় ফিরেছেন প্রসূন আজাদের বাবা
বাবাকে খুঁজে পাচ্ছিলেন না লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। বাবা আজাদ হোসেনের সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়; প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।
জানা গেছে, শনিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সুস্থ অবস্থায় মালিবাগের নিজ বাসায় ফিরে আসেন।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আজাদ হোসেন। এরপর দীর্ঘ সময় যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্টে বাবার খোঁজ চেয়ে সবাইকে সাহায্যের আহ্বান জানান প্রসূন। লেখেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এর দেড় ঘণ্টা পর আরেকটি পোস্টে প্রসূন অনুরোধ জানান, কেউ আজাদ হোসেনকে রাস্তায়, হাসপাতালে বা অন্য কোথাও দেখে থাকলে যেন দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন। জানান, তার বাবা মুঠোফোন সঙ্গে নেননি।
পরিস্থিতির জেরে প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার ঘণ্টাখানেকের মধ্যেই বাসায় ফিরে আসেন আজাদ হোসেন।
এর পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রসূন জানান, ‘আব্বু সুস্থ অবস্থায় বাসায় ফিরে এসেছেন। পুলিশের সহায়তায় আমরা তাকে পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করেছেন, আমি চিরকৃতজ্ঞ।’
- ট্যাগ:
- বিনোদন
- বাবা
- বাড়ি ফেরা
- প্রসূন আজাদ