You have reached your daily news limit

Please log in to continue


অন্যের প্রভাব বা প্রলোভনে সতর্ক থাকতে হবে কোন রাশিকে?

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া।

মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)

আপনার ভেতরে একধরনের আত্মজিজ্ঞাসা তৈরি হবে, ‘আমি আসলে কতটুকু দিতে পারি?’ পেশাজীবনে দায়িত্ব বাড়তে পারে, ডেডলাইন ঘনিয়ে আসতে পারে, এমনকি হঠাৎ এমন কিছু দায়িত্ব এসে পড়তে পারে, যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি নিজের দক্ষতা দিয়ে তা সামলে নেবেন। কেবল ‘টেকনিক্যাল’ দক্ষতা নয়, মানসিক দৃঢ়তাও আপনাকে এগিয়ে রাখবে। শরীর আপনার মনকে সংকেত পাঠাবে, ‘আমাকে একটু সময় দাও।’ ক্লান্তি, ঘুমের সমস্যা বা মাথাব্যথাজাতীয় কিছু হালকা ইঙ্গিত আসতে পারে, যা অবহেলা করা ঠিক হবে না। সময়মতো বিশ্রাম নেওয়া ও খাবারে ভারসাম্য রাখা জরুরি।

বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)

মনের ভেতর নীরব টানাপোড়েন চলতে পারে। চেনা জগতের ব্যস্ততার মধ্যেও আপনি কিছুটা একান্ত সময় খুঁজে নিতে চাইবেন। সেটা কিন্তু দুর্বলতা নয়, বরং নিজের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় বিরতি। এমন সময় আসতে পারে, যখন একা থাকাই হবে মানসিক প্রশান্তির প্রথম ধাপ। এই নির্জনতা আপনাকে আত্মসমীক্ষার সুযোগ দেবে। আপনার লক্ষ্য, সম্পর্ক ও পুরোনো কিছু আবেগের বোঝা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। তবে পারিপার্শ্বিক যোগাযোগে একটু সচেতনও থাকতে হবে। পরিবারের সদস্য বা প্রতিবেশী কারও সঙ্গে অপ্রত্যাশিত ভুল–বোঝাবুঝি হতে পারে; বিশেষ করে কথাবার্তায় আবেগতাড়িত হয়ে পড়লে। তাড়াহুড়া করে ‘রিঅ্যাক্ট’ না করে কিছু সময় নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।

মিথুন রাশি (২২ মে–২১ জুন)

এ সপ্তাহে আপনার যোগাযোগদক্ষতা হয়ে উঠবে সবচেয়ে কার্যকর হাতিয়ার। আপনি যা বলছেন, যেভাবে বলছেন, প্রতিটি বাক্যই কারও মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। কথায় ভুল ব্যাখ্যার সুযোগ থাকে, তাই এবার বাক্য নির্বাচনে সতর্কতা জরুরি। কখন কী বলা উচিত, এই বোধই আপনাকে এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। কারও প্রভাব বা প্রলোভনে না পড়ে, আপনি কী চাইছেন, আপনার মূল্যবোধ কী বলছে, সেদিকেই মন দিন। এ সময় আপনি কথাবার্তায় বেশি সক্রিয় হবেন; হয়তো অনেক আলোচনা, পরিকল্পনা, মতামতের মধ্যে থাকবেন। এটাকে একটা সম্ভাবনার সময় হিসেবেই দেখুন। সবশেষে মনে রাখবেন, শব্দ কখনো কেবলই শব্দ নয়, তাতে থাকে দিকনির্দেশ, আত্মবিশ্বাস আর একধরনের নিঃশব্দ শক্তি। সেই শক্তিই এবার আপনার চাবিকাঠি।

কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)

এ সপ্তাহে আপনার আত্মবিশ্বাস থাকবে দৃঢ় ও স্থিত। আপনার কাজ, সিদ্ধান্ত ও উপস্থিতিতে একটা স্পষ্ট আত্মসচেতনতা প্রকাশ পাবে, যা অন্যদের কাছেও দৃঢ় বার্তা দেবে যে আপনি জানেন, আপনি কী করছেন। তবে মনে রাখতে হবে, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে। নিজেকে সম্মান দিন, নিজের সময় ও মেধার মূল্য বুঝুন; কিন্তু সেই আত্মমর্যাদার প্রকাশ যেন কারও প্রতি অসংবেদনশীল হয়ে না দাঁড়ায়। এ সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিজেকে জানার পরিণত বোধ, নিজের জায়গায় স্থির থাকার সাহস আর যেটা ফেলে আসা দরকার, তা ফেলে দেওয়ার মন।

সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)

এটি এমন এক সময়, যখন আপনি নিজের সীমাবদ্ধতা ও লক্ষ্য—দুটিকেই নতুন করে দেখবেন। আপনি যা চান, আর আপনি কী দিতে পারছেন, এই দুইয়ের ব্যবধান বুঝে ওঠার সময় এখন। এই উপলব্ধি আপনাকে শুধু লক্ষ্য ঠিক করতে নয়, নিজের প্রতি বাস্তব ও সদয় হওয়ার অভ্যাস গড়তেও সাহায্য করবে। যদি ভ্রমণের পরিকল্পনা থাকে, সেটি কিছুটা দেরি হতে পারে। ‘বিগ পিকচার’ দেখতে শিখতে হবে আপনাকে। ছোটখাটো ভুলের জন্য নিজেকে দোষ না দিয়ে, সেটি থেকে শিক্ষা নিন। মন কিছুটা ক্লান্ত বা বিযুক্ত বোধ করতে পারে; কারণ, আপনি সম্প্রতি অনেক কিছু একসঙ্গে সামলাচ্ছেন। এ অবস্থায় কিছুটা অন্তর্মুখী হওয়াই মঙ্গল।

কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)

আপনার দৈনন্দিন রুটিন ও চিন্তায় একটু আলাদা ঢেউ আসতে পারে। নিজেকে একটু আলগা করে দিন, জীবন সব সময় একই সূত্রে চলে না। নতুন কিছু শেখা বা ভিন্ন অভিজ্ঞতায় প্রবেশ করা মানসিকভাবে সমৃদ্ধ করতে পারে। বন্ধুরা কিছু নতুন পরিকল্পনা বা ট্রিপের কথা বলতে পারে। সবকিছুর ভেতর নিজেকে হারিয়ে ফেলবেন না, কিন্তু একঘেয়ে জীবন থেকে একটু বের হয়ে আসুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

সম্পর্ক, বিশ্বাস ও গভীর আবেগ এ সপ্তাহে গুরুত্ব পাবে। আপনি যদি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে না পারেন, তাহলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়া উচিত হবে না। অর্থ বা সম্পদ নিয়ে পরিবারে কিছু আলোচনার প্রয়োজন হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন হোন, বিশেষ করে ঘুম ও হজমের ব্যাপারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

এ সপ্তাহে আপনার ওপর দায়িত্বের পাল্লা নিঃসন্দেহে ভারী হবে। একাধিক ফ্রন্টে আপনাকে সক্রিয় থাকতে হতে পারে; কাজ, পরিবার, সামাজিক দায়বদ্ধতা; সব মিলিয়ে সময়টাকে ‘মাল্টি-টাস্কিং’ বললেও কম বলা হয়। কিন্তু এখানেই আসল শিক্ষা; আপনি যদি নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন, সময় ও শক্তির সঠিক ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে চাপ আর সমস্যা আপনার গঠনশীলতার হাতিয়ার হয়ে উঠবে। রুটিনই হবে আপনার ঢাল। নিয়মানুবর্তিতা ও সময়ের সচেতন ব্যবহারের মাধ্যমেই আপনি নিজের ভারসাম্য রক্ষা করতে পারবেন। এমনকি যেসব কাজ বা দায়িত্ব আপনাকে প্রথমে ক্লান্ত করবে, সেসবের মধ্যেই হয়তো আপনি নিজের ভবিষ্যতের বীজ খুঁজে পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

এ সপ্তাহে সৃজনশীলতা ও ব্যক্তিগত আনন্দের জায়গাগুলো জোর পাবে। তবে এর মানে এই নয় যে আপনি কাজ ফেলে কেবল আনন্দ–ফুর্তিতে ডুবে থাকবেন; দুটির ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। যাঁরা পড়াশোনা করছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা মনোযোগ ধরে রাখতে পারবেন। আপনার চারপাশে অনেক আইডিয়া আসবে—কাজ, ব্যবসা বা পড়াশোনা নিয়ে। কিন্তু কোনটা বাস্তব আর কোনটা শুধু ভাবনা, সেটা বুঝে নিতে হবে। কারও সঙ্গে একটা গভীর কথোপকথন আপনাকে নতুন দিক দেখাতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)

এ সপ্তাহে আপনার মন ধীরে ধীরে ঘরের দিকে ফিরে আসবে—বাড়ি, পরিবার, আত্মীয়স্বজন কিংবা শিকড়ের সম্পর্কগুলো যেন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। হয়তো আপনি বুঝতে শুরু করবেন যে ব্যক্তিগত দায়িত্বগুলো শুধু সময় নয়, মানসিক শক্তিও দাবি করে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে পরিবারের বা প্রিয়জনদের চাহিদা পূরণ করতে গিয়ে আপনি নিজের প্রয়োজনকে নীরবে পাশ কাটিয়ে যাচ্ছেন। এটা খেয়াল করার সময় এখন, ‘আমি কি শুধু অন্যদের জন্যই আছি, নাকি নিজের জন্যও কিছু রাখছি?’ এই প্রশ্নই আপনার ভেতরে নতুন একটা ভারসাম্য খুঁজে নিতে সাহায্য করবে। চাপ থাকবে, তবে শুধু বাইরের নয়, নিজের ভেতরের প্রতিধ্বনিও থাকবে, যা হয়তো বলবে, ‘একটু থেমে দেখো, তোমারও তো কিছু চাওয়া আছে।’

কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

এ সপ্তাহে আপনার ভেতর চিন্তার স্রোত বাড়বে। অনেক বিষয় নিয়ে ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং তারই প্রভাব পড়বে আপনার কথাবার্তায়। মনের মধ্যে যা চলছে, সেটা শব্দে প্রকাশ করতে পারা এ সময় অত্যন্ত জরুরি। নাহলে ভুল–বোঝাবুঝির আশঙ্কা তৈরি হতে পারে; বিশেষ করে যাঁদের সঙ্গে আপনার সম্পর্ক বা ‘পার্টনারশিপ’ গভীর। সম্পর্কের ক্ষেত্রে সময়টা একধরনের সংবেদনশীল বাঁক। কেউ হয়তো আপনার ওপর ভরসা করতে চাইবে, আপনার সিদ্ধান্ত, কথাবার্তা কিংবা আবেগগত স্থিতিশীলতার ওপর। আবার কেউ হয়তো আপনার কিছু আচরণ বা নীরবতা থেকে ভিন্ন বার্তা নিয়ে ফেলতে পারে। এখনই সেই সময়, যখন আপনার স্পষ্টতা, ধৈর্য আর পরিণত বোঝাপড়া আপনাকে এগিয়ে রাখবে। কথায় যেন তাড়াহুড়া না হয়, আবেগ যেন যুক্তিকে ছাপিয়ে না যায়। প্রয়োজনে কিছু বিষয় নিয়ে আলাদা করে ভাবুন, বোঝার চেষ্টা করুন, তারপর সেসব সঠিক মুহূর্তে প্রকাশ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

অর্থ, মূল্যবোধ, আত্মসম্মান—এই তিনটি বিষয় এ সপ্তাহে কেন্দ্রে থাকবে। আপনি কি সত্যিই নিজের মূল্য জানেন? নিজের প্রতি সম্মান দেখান এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে ভেবে নিন। নিজের চাহিদা ও চাওয়ার ভেতর ফারাক বোঝা জরুরি। সপ্তাহটা হতে পারে নিজেকে নিয়ে ভাবার, পুরোনো অভ্যাস বা মানসিকতা থেকে সরে আসার। যাঁরা সৃজনশীল কাজে যুক্ত, তাঁরা নতুন চিন্তার উদ্ভব অনুভব করতে পারেন। একাকিত্ব এড়িয়ে, সংলাপে প্রবেশ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন