
গোপালগঞ্জে ‘ভালো’ ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী: আসিফ মাহমুদ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৮:০৯
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে। এবং তারা সফলভাবে’ সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে।
“এবং আশা করছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে- যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্রসহ হামলা করেছে- তাদেরকে তারা গ্রেপ্তার করবে।”
বৃহস্পতিবার বিডায় আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এ কথা বলেন।
বুধবার এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।