বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলার জন্য দায়-দায়িত্ব সরকারের, অথচ তাদের কিছু না বলে মিছিল করা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, যিনি ১৭-১৮ বছর লন্ডনে রয়েছেন। যিনি নিজেই শেখ হাসিনার নিপীড়িন-নির্যাতনের শিকার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করে কৃষকদল।
জাতীয় নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা করেন রিজভী। তিনি বলেন, ভোট পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা উঠেছে কেন? এটা আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয় ভেতরে ভেতরে অত্যন্ত গভীরে কোনো ষড়যন্ত্র চলছে; এটা হতে পারে না। আমরা চাই ভোটকেন্দ্র আবারও ভোটারের পদধ্বনিতে মুখরিত হোক। এর জন্যই এত কিছু।
এসময় রিজভী বলেন, আমরা বলেছি সংস্কার চাই। যৌক্তিক সময় নির্বাচন দিন একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না।