You have reached your daily news limit

Please log in to continue


বুলেট যেভাবে লিখে দেয় অন্যায্য রাষ্ট্রযন্ত্রের ‘ডেথ রেফারেন্স’

একটি বুলেট যখন বন্দুকের নল থেকে বের হয়, সেটার ওপর কারও নাম লেখা থাকে না। কিন্তু যখন সেটা একজন ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্রের বুক ভেদ করে, সেই বুলেটই লিখে ফেলে ইতিহাস, রচনা করে একটা অন্যায্য রাষ্ট্রযন্ত্রের ‘ডেথ ওয়ারেন্ট’।

যখন রাষ্ট্র কাউকে খুন করে, সেটাকে সব সময় জুলুম, বিশেষত অসহনীয় জুলুম হিসেবে আমরা দেখি না। অপরায়িত কোনো জনগোষ্ঠীর কাউকে মারলে অনেক সময় সেটা আমাদের মানসপটেও ধরা দেয় না।

কিন্তু যখন একজন নিরস্ত্র সাধারণ ছাত্রকে ঠান্ডা মাথায় খোলা রাজপথে হত্যা করা হয় আর সেটা মানুষ ক্যামেরাবন্দী করে ফেলেন, তখন সেই রাষ্ট্রের জুলুমকে আর অন্য কোনো নাম দেওয়া যায় না; যতই ‘ড্রাগ তত্ত্ব’ রাষ্ট্র হাজির করুক না কেন, হত্যার চেয়ে স্পষ্টতর জুলুম আর হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন