যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে আলোচনায় কুয়েটের সংঘর্ষ, চরমপন্থীদের সঙ্গে সম্পর্কসহ কয়েকটি বিষয়

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৫:০৬

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। হত্যাকারীদের চিহ্নিত করা গেছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার নিহত মাহবুবের বাবা থানায় একটি হত্যা মামলা করেন।


পুলিশের একাধিক সূত্র বলছে, ঘটনাটির পেছনে কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যার ভিত্তিতে হত্যাকারীদের বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। তবে হত্যার মূল কারণ এখনো স্পষ্ট নয়। এ সম্পর্কে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। তবে অনেক তথ্য আমরা পেয়েছি, যা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে। তিনজন খুনি একটি মোটরসাইকেলে করে আসে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’


নিহত মাহবুবুর রহমানের বাড়ি খুলনার দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায়। গত শুক্রবার দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে মাহবুবুরকে গুলি করে এবং দুই পায়ের রগ কেটে হত্যা করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও