
আইএইএ-র সঙ্গে কাজ করবে ইরান, স্থাপনা পরিদর্শন ঝুঁকিপূর্ণ হতে পারে: আরাগচি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:৩৯
পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করলেও জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা করার পরিকল্পনা ইরানের আছে বলে মন্তব্য করেছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বোমায় ক্ষতিগ্রস্ত ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকির প্রসঙ্গও তিনি জোরের সঙ্গে তুলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গত মাসের হামলার পর ইরানে পাস হওয়া নতুন আইন অনুযায়ী, দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অনুমতি না দিলে আইএইএ তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবে না।