বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের সংগ্রামের গল্প শোনালেন ছোটবেলার বন্ধু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ২০:১২

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও দীর্ঘ সময় তিনি নম্বর ওয়ান অলরাউন্ডার ছিলেন। লম্বা এই ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সেসবের কোথাও সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বাঁ-হাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠে ইংল্যান্ডের কাউন্টিতে। 


গেল বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলেছেন সারের হয়ে। সামারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। সেই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে অ্যাকশনের পরীক্ষা দিয়ে দুইবারই তিনি অনুত্তীর্ণ হন। তারই ধারাবাহিকতায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও