প্রত্যেকেরই ফ্যাশন স্টেটমেন্ট আলাদা। পছন্দের পোশাক, নিজস্ব আরাম ও ট্রেন্ড মিলিয়ে এই স্টেটমেন্ট দাঁড়ায়। অনেকে বলিউড তারকাদের অনুসরণ করে পোশাক পরেন। এক ঝলকে দেখে নিতে পারেন বলিউডের শীর্ষস্থানীয় কয়েকজন তারকার ফ্যাশন স্টেটমেন্ট।
উৎসব ও অনুষ্ঠানে পোশাক পরুন ঐশ্বরিয়ার মতো
লাল গালিচা হোক, আম্বানি পরিবারের বিয়ে বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ঐশ্বরিয়া রাইয়ের পোশাকে থাকে আলাদা ঝলক। চাকচিক্যময় অথচ পুরো অবয়বে কোনো ঔদ্ধত্য নেই। এ ধরনের পোশাক কীভাবে ক্যারি করতে হয় সেটাও শেখা যায় সাবেক এই বিশ্বসুন্দরীর কাছ থেকে।