পাল্লেকেলে থেকে গায়ানা—বিশ্বের দুই শহরে গতকাল সমান তালে চলেছে বাংলাদেশ দল ও সাকিব আল হাসানের ম্যাচ। যেখানে সাকিব গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। জাভেদ ওমর বেলিম গত রাতে বাংলাদেশের চেয়ে সাকিবের ব্যাটিং বেশি উপভোগ করেছেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৫৪ রান। শুরু ও শেষটা ভালো হলেও মিডল ওভারে ৬.২ রানরেটে ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে। নাঈম শেখ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তিনি করেছেন ২৯ বলে ৩২ রান। মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন ১২৬.০৮ স্ট্রাইকরেটে। এছাড়া অধিনায়ক লিটন দাস (৫৪.৫৪ স্ট্রাইকরেট) ও তাওহীদ হৃদয় (৭৬.৯২ স্ট্রাইকরেট) খেলেছেন আরও ধীরগতিতে। অন্যদিকে গায়ানায় জিএসএলে অভিষেকে সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছেন। এক পর্যায়ে তাঁর স্কোর ছিল ২৮ বলে ৩৬ রান। সেখান থেকে শেষ ৯ বলে আরও ২২ রান করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।