
যে ৫ কারণে প্রাক্তনকে ক্ষমা করবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১৬:৪৮
ভালোবাসা মানেই শুধু কারো পাশে থাকা নয়, বরং তা মানসিক প্রশান্তি আর জীবনের ভারসাম্য খোঁজার এক অনন্য প্রয়াস। প্রতিটি মানুষ চায় এমন একজন সঙ্গী, যার সঙ্গে জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়, ভাগ করে নেওয়া যায় হাসি-কান্না, স্বপ্ন আর সংগ্রাম। কিন্তু সব সম্পর্কের গন্তব্য এক হয় না। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অবহেলা কিংবা দূরত্ব অনেক সময় একটি প্রিয় সম্পর্ককে পরিণত করে বিষাদময়।
বিচ্ছেদ সহজ নয়। বিচ্ছেদ থেকে জন্ম নেওয়া রাগ, দুঃখ আর অভিমান মানুষকে ভেতর থেকে গ্রাস করে নেয়। তাই বেশিরভাগ মানুষই প্রাক্তনকে ক্ষমা করতে চান না। অনেকেই বলেন, ‘ক্ষমা করব কেন?’ কিন্তু জানেন কি, সেই প্রাক্তনকে ক্ষমা করাটাই হতে পারে আপনার জীবনের এক মুক্তির পথ?
- ট্যাগ:
- লাইফ
- বিচ্ছেদ
- সম্পর্ক বিচ্ছেদ