You have reached your daily news limit

Please log in to continue


মুরাদনগরে ধর্ষণ: আইনশৃঙ্খলাবাহিনীর অ্যাকশনে দ্রুত সত্য উদঘাটনের দৃষ্টান্ত

ভাই ছোট হলেও চাতুরিতে বড়। বড় ভাইকে ফাঁসিয়ে প্রমাণ দিলেন তিনি সেয়ান নয়, মহাসেয়ান। বড় ভাই ফজর আলীকে টক অব দ্য কান্ট্রি বানিয়ে কেবল ফাঁসালেন না, গোটা দেশকেই প্রায় ফাঁসিয়ে দিয়েছিলেন ছোট ভাই শাহপরান। আইনশৃঙ্খলাবাহিনীর দক্ষতায় দ্রুত জানা গেল কুমিল্লার মুরাদনগরে ঘটা দেশ কাঁপানো সেই ঘটনার ফের। বড় ভাই ফজরের ওপর শোধ তুলতে কী নিপুণ কৌশলে  হিন্দু নারীকে নির্যাতনের ভিডিও ছড়ান ছোট ভাই পরান। তোলপাড় ঘটিয়ে দেন গোটা দেশে। কয়েকটি আন্তর্জাতিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ ঘটনা। আর পাশের দেশ ভারত ছড়িয়ে আরো রসিয়ে রসিয়ে। দেশটি মুখিয়েই থাকে এমন কিছুর জন্য। গুজব-গুঞ্জনের জন্য এমন রসদই তো চাই ভারতের। 

গত ক’টা দিন এ নিয়ে কী চর্চাই না হয়েছে। হেন বাজে কথা নেই, যা চর্চিত হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব ১১–এর অভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানাধীন কাবিলা বাজার এলাকা থেকে পাকড়াও করে গুণধর ছোট ভাই শাহপারানকে। ধরে উত্তমমধ্যম দেয়ার আগেই শাহপরান গড়গড় করে জানিয়ে দেয়, বড়ভাই ফজর আলীর ওপর শোধ নিয়েছে সে। সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে স্যোশাল মিডিয়ায়। এতে সমাজের, দেশের কী হয়েছে, তা তার ভাবনার বিষয় নয়। ফজরকে জনমের শিক্ষা দিতে পেরেছে, এটাই তার মোটাদাগের বিশাল প্রাপ্তি। বড় ভাই ফজর আলীকে ওই নারীকে ধর্ষণের অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছে। দুষ্টু কাজে তারা দুই ভাইই বড্ড পাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন