
ইয়েমেনের ৩ বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:৫৭
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হুতিদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে এএফপি।
খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রাম বার্তায় জানায়, 'কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলো প্রতিহত করার চেষ্টা হয়েছে, সেই প্রতিরোধ সফল হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।'