
আমলাতন্ত্রের পরিবর্তন হয় না কেন
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন সরকার বিভিন্ন সময় নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিল, কিন্তু কোনোটি পর্যাপ্ত পরিমাণে সফল হতে পারেনি। সংস্কার প্রণয়নের সময় দৃশ্যপটের বাইরের অনেক উপাদানকে অবজ্ঞা করা হয়েছে। ফলে সংস্কার উদ্যোগগুলো বাংলাদেশে ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানের কর্তৃত্ববাদবিরোধী অঙ্গীকার আশা দেখালেও বাস্তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ‘সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধিত), ২০২৫’ নিয়ে সচিবালয় অবরোধ কর্মসূচি। বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। অনুসরণের পরিবর্তে পৃথিবীর বিভিন্ন সফল প্রতিষ্ঠান এবং সংস্কারের প্রতি অনুকরণপ্রিয়তা আমাদের উদ্যোগগুলোকে আইসোমরফিক মিমিক্রিতে পরিণত করেছে। অর্থাৎ বাহ্যিকভাবে দেখতে চমকপ্রদ হলেও এসবের কার্যকারিতা ঠিক বিপরীত। অনেক সময় বিভিন্ন দাতা প্রতিষ্ঠান, যেমন বিশ্বব্যাংক, আইএমএফ প্রভৃতির চাপেও আমরা এ ধরনের সংস্কার গ্রহণ করতে বাধ্য হয়েছি।