
দোহারে বিএনপি নেতার মৃত্যু নিশ্চিতে গুলির পর কয়েকবার কোপানো হয়: পুলিশ
ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদকে (৬৫) হত্যার জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে কয়েকটি গুলির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদনে এমন তথ্যের কথা জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুটি মোটরসাইকেলে অন্তত ৫ জন যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ বুধবার সকালে হারুনুর নামাজ পড়ে হাঁটতে বের হলে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। তাঁর বাড়ি বাহ্রা গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বলেন, সকাল ৬টার দিকে ধোয়াইর বাজারের পাশে পদ্মা নদী–তীরবর্তী বাঁধের রাস্তা ধরে হাঁটছিলেন হারুনুর। এ সময় তাঁর পেছন থেকে দুটি মোটরসাইকেলে ৫ যুবক সেখানে আসে। মুহূর্তেই হারুনুরকে লক্ষ্য করে গুলি করে তারা। এ অবস্থায় হারুনুর মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরে অন্তত তিনবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে দ্রুত ওই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।