জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান। এরই মধ্যে বাবার বিপক্ষে গিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে শক্ত অবস্থান নেওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
রোববার (৯ নভেম্বর) এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. কামরুল ইসলাম খান নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন ‘আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য।’ যদিও পরবর্তীতে তিনি ফেসবুক পোস্টটি ডিলেট করেন।