ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা কড়াকড়ি বাড়ানোর মধ্যে এবার ঢাকা মহানগরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার এ নির্দেশনা জারি করেছেন বলে যুগ্ম কমিনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান।
তিনি বলেন, “পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট ইনচার্জদের নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে ‘সজাগ থেকে তা প্রতিরোধ করার’ পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে সব সময় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের নির্দেশনায়।
পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, “যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জ, তিনি যে পদেরই হোক, তার মোবাইল ফোন যেগাযোগ রাখার ক্ষেত্রে সচল রাখবেন।”