শাহজাদপুর-মেরুল বাড্ডায় ২ বাসে আগুন
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৮
রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বারিধারার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন ভিক্টর পরিবহনের বাসে শাহজাদপুর এলাকায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন।
আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।
এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।