পটিয়া থানা ঘেরাও, মহাসড়কে বৈষম্যবিরোধীদের অবস্থান

বিডি নিউজ ২৪ পটিয়া প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১২:৪৬

ছাত্রলীগের এক নেতাকে ‘আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া ঘটনার’ জেরে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনার পর থানা ঘেরাও করা হয়েছে।


বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ কর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।


এতে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, দুর্ভোগে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।


বুধবার জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ফেইসবুকে লিখেছেন, “পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে।"


প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা।


বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয় এবং ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদিকরা।


এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও