অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।
১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।