You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের প্রসেসর দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল

অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।

১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন