You have reached your daily news limit

Please log in to continue


রেসিপি: খাসির রেজালা

সহজে খাসির রেজালা রান্না করতে চাইলে অনুসরণ করা যায় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

  • খাসির মাংস ১ কেজি
  • তেল ও ঘি ১ কাপ
  • দারুচিনি ২ টুকরা
  • এলাচ ৩টি
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা বাটা ১ টেবিল-চামচ
  • রসুন বাটা ১ চা-চামচ
  • টক দই আধা কাপ
  • লবণ স্বাদ মতো
  • তরল দুধ আধা কাপ
  • চিনি ১ চা-চামচ
  • কেওড়ার জল ১ টেবিল-চামচ
  • আস্ত কাঁচা মরিচ ৮-১০টি
  • আধা চা-চামচ মরিচ গুঁড়া

পদ্ধতি

  • প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল ও ঘি দিয়ে দারুচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিন।
  • চকচকেভাব হলে মাংস দিয়ে দিন।
  • আদা ও রসুন বাটা, টক দই, চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করুন তিন মিনিট।
  • এবার বাকি সব উপকরণ দিয়ে দমে রেখে রান্না করে নিন।
  • সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন মজাদার খাসির রেজালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন