১১ জুন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের পিরোজপুর জেলা ও স্বরূপকাঠি থানার প্রশাসনিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিরা। প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এবং সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন।
এ আয়োজনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন আবদুল্লাহ আল বেরুনী সৈকত, যিনি নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনায় ভূমিকা রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং যুগ্মআহ্বায়ক মো. নাসিম রেজা চঞ্চল।