ঈদের দিনই বুঝি, আগুন লাগল লস অ্যাঞ্জেলেসে। আগুন মানে আক্ষরিক অর্থে আগুন নয়, অবৈধভাবে বসবাসকারী সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার শুরু করলে সাধারণ মানুষই দাঁড়িয়ে গেল পুলিশের বিরুদ্ধে। ইচ্ছে হলেই যে কাউকে যেকোনো জায়গা থেকে গ্রেপ্তার করে নেওয়ার যে খেলা শুরু করেছিল সরকার, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প খুবই খাপ্পা হয়েছেন দেশের জনগণের ওপর। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের নাগরিকদের ওপর। কেন তারা পুলিশি তৎপরতায় বাদ সাধছেন, সেটাই ট্রাম্পের রাগের কারণ।
ট্রাম্প বুঝতেই চাইছেন না, এত দিন ধরে যুক্তরাষ্ট্র যেভাবে চলছিল, তা অস্বীকার করে হঠাৎ অভিবাসী প্রশ্নে প্রচলিত আইনের খোলনলচে পাল্টে দেওয়ার যে খেলা শুরু করেছেন তিনি, তা ধোপে টিকবে না। গায়ের জোরেই তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাইছেন অসংখ্য মানুষকে। বৈধ নয়, যাদের ব্যাপারে মামলা চলছে, তাদেরও দেশ থেকে বের করে দিতে পারলে বুঝি খুশি হন তিনি। ফলে, ট্রাম্পের ব্যাপারে অসন্তোষ বাড়ছে তাঁর নিজের দেশেই। যুক্তরাষ্ট্র যে অভিবাসীদের দিয়েই গড়ে তোলা দেশ, সেটা বেমালুম ভুলে গেলে কি চলবে? ট্রাম্প তো এ কথাও মনে রাখেন না, এই ভূখণ্ডের মূল অধিবাসীদের কীভাবে কচুকাটা করেছিল বাইরে থেকে আসা শ্বেতাঙ্গরা। তাদের ভূমিতেই এখন শ্বেতাঙ্গদের শাসন। যদি যুক্তির কথা বলতে হয়, তাহলে শ্বেতাঙ্গরাও তো এখানে অভিবাসী, এ সত্য কি এড়ানো যাবে?