বাংলাদেশের ‘ফন্দি’ কি সিঙ্গাপুরের ফান্ডিকে পরাস্ত করতে পারবে?

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ১২:৩২

একটা শব্দ অনেক সময় আলাদা ভাষায় প্রায় একইরকম শোনালেও সেটার মানে একেবারে ভিন্ন হতে পারে।


যেমন— বাংলা ভাষায় 'ফন্দি' মানে হলো পরিকল্পনা বা চালাকি বা ফাঁদ। আর জাভানিজ (ইন্দোনেশিয়ার একটি ভাষা) ভাষায় কাছাকাছি উচ্চারণের একটি শব্দ হলো 'ফান্ডি'। এর মানে সাহসী বা বীর।


তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এবার 'ফান্ডি' মানে একেবারে অন্য কিছু— সিঙ্গাপুরের তারকা স্ট্রাইকার ইখসান ফান্ডি। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছেন এই ফান্ডি।


২৬ বছর বয়সী ফান্ডি সিঙ্গাপুরে ধীরে ধীরে ফুটবল কিংবদন্তি হয়ে উঠছেন। চোট থেকে সেরে উঠে সম্প্রতি মালদ্বীপের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি দারুণ হেডে গোল করেছেন তিনি। ওই ম্যাচে সিঙ্গাপুর ৩-১ গোলে জিতেছে, যা টানা ছয় ম্যাচ পর তাদের প্রথম জয়।


এই মুহূর্তে সিঙ্গাপুর ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ১৬১তম স্থানে আর মালদ্বীপ ১৬৪তম স্থানে। অন্যদিকে, ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ সম্প্রতি ঢাকায় ১৮১ নম্বরে থাকা ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও