৮ মাসের ‘আমলানামা’ প্রকাশ করলেন বিডার আশিক চৌধুরী

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১৫:২৭

অন্তর্বর্তী সরকারের আমলে দেশে কী পরিমাণ বিদেশি বিনোয়োগ এসেছে- এনিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও এ বিষয়ে কথা বলেছেন। আমার বাংলাদেশ  (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে ‘গত ৮ মাসের আমলনামা’ চেয়েছেন।


এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।


গত ৮ মাসের আমলনামা প্রকাশ করেছেন তিনি।


সবাইকে বিভ্রান্ত বা ভুল তথ্য না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্য প্লিজ ভেরিফায়েড সোর্স থেকে নিবেন। ভুল তথ্যের শিকার হবেন না। আমাদের জিজ্ঞেস করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও