You have reached your daily news limit

Please log in to continue


রাঙামাটিতে পাহাড় ধস-রাস্তা ডুবে যোগাযোগ ব্যাহত, চলছে মাইকিং

টানা ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রোববার সকাল থেকে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৬৭২ জনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এ ছাড়া লোকজনকে ঝুকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে লাগাতার মাইকিং করা হচ্ছে।

এ ছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি। সওজ বলছে, বিভিন্ন রাস্তায় ছোট-বড় অন্তত ১৫টি স্থানে ধসে হয়েছে।

রাস্তায় এরই মধ্য জেলা সদর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল, নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাঙামাটির জেলায় ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা দুর্গতদের প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মঘাছড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ছাড়া লংগদু উপজেলার করল্যাছড়িতে পাহাড় ধসে ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন