You have reached your daily news limit

Please log in to continue


‘অস্থির সময়ের’ বাজেট, সরকারের দুশ্চিন্তা কোথায়?

মহামারী থেকে সরকারের পট পরিবর্তনে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা কাটিয়ে ওঠার আগেই সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি অর্থবছর; যা ঠিকঠাক পাড়ি দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য ‘কঠিন’ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

কেউ কেউ বলছেন, রাজনৈতিক ‘অনিশ্চয়তার’ এ সময়ে বাজেট প্রণয়ন করাটাও একটা চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কারের পথে থাকা এ সময়ে সবগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য দুশ্চিন্তারও বটে।

কারণে হিসেবে তারা বলছেন, এর আগের যে তত্ত্বাবধায়ক আমল; কিংবা শেখ হাসিনার শাসনামলের যে বাস্তবতা, তার সঙ্গে এবারের অন্তর্বর্তী সরকারকে মেলানোর সুযোগ খুব একটা নেই। বর্তমানে ‘রাজনৈতিক অনিশ্চয়তার’ পাশাপাশি প্রশাসনে যতটা ‘স্থবিরতা’ বা ‘অস্থিরতা’ চলছে, তা আগে ততটা ছিল না।

অন্তর্বর্তী সরকারের তরফে আগামী বাজেট নিয়ে নানা সময়ে বলা হয়েছে, চড়া মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ে ঘাটতির বোঝা নিয়েও বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে উচ্চাভিলাসী বাজেট দিয়ে আসছিল, তারা সে পথে হাঁটতে চান না।

তবে উচ্চাভিলাসী বাজেট থেকে চোখ সরালেও রাজস্ব ঘাটতি কমানো কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাবে কি না, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

আবার কাটছাঁটের বাজেট করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোর মত জনগুরুত্বপূর্ণ খাতকে ‘অবহেলা’ করা হবে কি না, সেই শঙ্কাও আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন