২০% মার্কিন শুল্ক: কোনো দল বলছে, ‘ভালো খবর’, কারো ভয় ‘গোপন চুক্তি’ নিয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ২২:০৬

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কে ছাড় পাওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে।


বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী এ খবরকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে। সাধুবাদ জানিয়েছেন এনসিপি ও জাতীয় পার্টির একাধিক নেতাও।


অন্যদিকে সিপিবি ও জাতীয় পার্টির কোনো কোনো নেতা প্রশ্ন তুলেছেন, দুই দেশের মধ্যকার চুক্তি নিয়ে। এ চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবিও তুলেছেন তারা।


মার্কিন বাজারে শুল্কে ছাড় পাওয়াকে দেশের জন্য ‘ভালো খবর’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার ঢাকার উত্তরায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজ একটা ভালো খবর আছে। কয়েক দিন আগে আপনারা দেখেছেন যে, আমেরিকা আমাদের পণ্যে শুল্ক আরোপ করেছে। ট্যারিফ কী জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব, তার ওপরে ৩৫ শতাংশ ট্যাক্স নিয়ে নিবে। মানে ১০০ টাকার জিনিস, দাম পড়বে ১৩৫ টাকা। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না।”


‘‘ওটা আমাদের পররাষ্ট্র দপ্তর ও উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও