পাল্টা শুল্কের দর-কষাকষি: যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে এগিয়ে এলেন ব্যবসায়ীরা

প্রথম আলো প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ২০:১৫

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে শেষ পর্যন্ত ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এ–সংক্রান্ত ঘোষণার আগে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুল্ক কমানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছে। পাশাপাশি একই ইস্যুতে সরকারি দলের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফররত বেসরকারি খাতের উদ্যোক্তারাও দুই দেশের বাণিজ্যঘাটতি কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এসব উদ্যোক্তা পণ্য আমদানি বাড়াতে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে সমঝোতা ও অঙ্গীকার করেছেন। সরকারি–বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক হার কমিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।


বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র সফরে থাকা ব্যবসায়ীদের দলে রয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমীরুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বিটিএমএর পরিচালক মোশাররফ হোসেন ও মাসুদ রানা, সালমা গ্রুপের পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও