 
                    
                    কী আশা করা হয়েছিল, কী হচ্ছে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশের মানুষ একটি ভালো পরিবর্তনের আশা করেছিল। মানুষ চেয়েছিল একটি দায়িত্বশীল, সৎ ও বৈষম্যহীন সরকার। যেহেতু কোনো বিশেষ বা একক রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, পরিবর্তনটা এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেহেতু পরিবর্তিত বাস্তবতায় ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়টি অগ্রাধিকার পাবে বলে আশাবাদী হওয়ার কারণও ছিল। কিন্তু ৯ মাস পর এখন আর কারও মুখ থেকেই কোনো আশার কথা শোনা যায় না। মানুষ দেখছে, শাসক দলের পরিবর্তন হয়েছে ঠিকই, শাসনের ধারা বদল হয়নি। লঙ্কায় গেলে রাবণ হওয়াটাই যেন স্বাভাবিক।
দেশটি কেমন চলছে তা বোঝানোর জন্য আলোচনায় যাওয়ার আগে ২৭ মে মঙ্গলবারের আজকের পত্রিকার প্রথম পাতার কয়েকটি শিরোনাম উল্লেখ করছি। ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই’—সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়েছে। ‘গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো মতানৈক্য’—জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ‘সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা’—সরকারি চাকরি অধ্যাদেশকে কেন্দ্র করে সচিবালয়ে দুই দিন ধরে যে আন্দোলন চলছে, তার রেশ। ‘কলমবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা’। ‘স্কুলে গেলেও ক্লাস নেননি শিক্ষকেরা’। ‘পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে’। ‘সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না—কর্মকর্তাদের হাসনাত’।
পরিস্থিতি যে স্বাভাবিক নেই, উত্তেজনা না কমে যে তা বাড়ছে, সেটা এই কয়টি খবরের শিরোনাম পড়লেই বুঝতে কষ্ট হয় না।
সপ্তাহখানেক ধরে দেশে নানা গুজব ভেসে বেড়াচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের মতভিন্নতার খবরে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেনাসদর থেকে আশ্বস্ত করা হয়েছে, সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে। ২৬ মে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে সেনাসদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং সেনাসদরের মিলিটারি অপারেশনস শাখার স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।’
করিডর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে, এ রকম আসলেই কিছু হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।’
বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব বলে সুদৃঢ়ভাবে বিশ্বাস করি।’
যাক, বিষয়টি যতটা জটিলভাবে সামনে আনা হয়েছিল, সেটা যে ঠিক নয়, এটা জেনে স্বস্তি অনুভব না করার কোনো কারণ নেই।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত হওয়ার খবরটিও দেশবাসীর কম মন খারাপের কারণ হয়নি। তাঁর পদত্যাগের দাবি কেউ করেনি, তারপরও ওই রকম একটি খবর তাঁর বিশ্বস্ত তরুণ নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বিবিসিতে প্রচার হওয়ার পর দেশজুড়ে ‘কী হয় কী হয়’ অবস্থা! শুরু হয় নানা জল্পনা-কল্পনা এবং উদ্যোগ আয়োজন। তবে এটা যে একটি ‘নাটক’, সেটা বুঝতে খুব বেগ পেতে হয়নি। আর যা-ই হোক, ‘পদত্যাগ’ করার মতো দুর্বলচিত্তের মানুষ ড. ইউনূস নন। দেখে আলাভোলা মনে হলেও তিনি যে লড়তে জানেন, তা কি শেখ হাসিনার আমলে এত এত মামলা-মোকদ্দমা মোকাবিলা করে বুঝিয়ে দেননি?
মানুষ দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারছে না দেখে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব আর চুপচাপ বসে থাকতে না পেরে ২৪-২৫ মে পরপর দুই দিন ‘যমুনা’য় বৈঠকের পর বৈঠক করে দেশের মানুষের উদ্বেগ দূর করলেন। বড় দল, ছোট দল, নতুন দল, পুরোনো দল, বাম নেতা, ডান নেতা—অনেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন। তারপর বোঝা গেল, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি থাকছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)