এনবিআরের বাড়তি রাজস্ব আদায় কত দূর?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১২:২৯

জুলাই-অগাস্টের অস্থিরতা আর রাজনৈতিক ডামাডোল সামলে রাজস্ব আহরণ প্রবৃদ্ধির ধারায় ফিরলেও লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থনীতিতে গতি ফেরানোর নানা পদক্ষেপের পরও চলতি অর্থবছরের নয় মাসে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬৫ হাজার কোটি টাকা।


অর্থবছরের বাকিটা সময়ে রাজস্ব বাড়ানোর চাপ তো আছেই; সঙ্গে নতুন অর্থবছরে অতিরিক্ত আহরণের পরিকল্পনাও করতে হচ্ছে সংস্থাটিকে। তবে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটির সামনে এ নিয়ে সহজ কোনো পথ খোলা নেই।


সরকারের বেঁধে দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা পূরণ আর ঋণ পেতে আইএমএফের শর্তের চাপ সামলে রাজস্বে উচ্চ প্রবৃদ্ধি ঘটানোর যাদুমন্ত্র নেই, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা আর অর্থনীতির বিশ্লেষকরা।


আইএমএফের শর্ত পূরণের অংশ হিসেবে অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্যে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) বাড়িয়েও খুব একটা সুফল আসছে না।


এরইমধ্যে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমার শঙ্কার কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও