২০ শতাংশ ট্রাম্প-শুল্ক: স্বস্তির সঙ্গে আছে উদ্বেগের কাঁটাও

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের ফলে রপ্তানি বাজারে ঢাকার বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী-শিল্পপতিরা।


তারা মনে করছেন, সংশোধিত কর হার তাদেরকে মার্কিন বাজারে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করবে।


তবে উদ্বেগও প্রকাশ করেছেন রপ্তানিকারকদের অনেকে।


ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আসা পণ্যের ওপর শুল্ক হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে আনে।


ট্রাম্প প্রশাসন ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বাংলাদেশের পণ্যের একক বৃহত্তম মার্কিন বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কায় রপ্তানিকারকরা গভীরভাবে উদ্বিগ্ন ছিল। কেননা, এটি বিদ্যমান গড় প্রায় ১৬ শতাংশের সঙ্গে যোগ হবে।


যুক্তরাষ্ট্রে শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সংশোধিত কর হার ২০ শতাংশ হলেও কোনো কোনো ক্ষেত্রে কার্যকর শুল্ক ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও