বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য সহজ শর্তে ঋণের সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এর ফলে বিদেশগামী প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা ব্যাংকটি থেকে ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
এই ঋণের মেয়াদ হবে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত। আর ঋণের সুদ দিতে হবে ১১ শতাংশ হারে। এ হার পরিবর্তন হতে পারে।
বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন দেশে, বিশেষ করে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি ও রাশিয়ায় ভাষাশিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখা থেকে এই বিশেষ ঋণ নেওয়া যাবে।
সম্প্রতি এ সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এর জন্য স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘দক্ষতার মূল্য বিশ্বজুড়ে, ভাষা জানলে সুযোগ বাড়ে।’
বিদেশে উচ্চ আয়ের চাকরিতে যোগদানে দক্ষতা অর্জন এখন জরুরি হয়ে উঠেছে। ১৫ বছর আগে দেশে বছরে তিন লাখের মতো গ্র্যাজুয়েট তৈরি হতো। সেখানে এখন প্রতিবছর সাড়ে চার লাখের বেশি গ্র্যাজুয়েট শ্রমবাজারে প্রবেশ করছে। তাঁদের অনেকে আবার বিদেশে কাজের জন্য যান। কিন্তু যথাযথ প্রশিক্ষণ বা ভাষাশিক্ষা না থাকায় বিদেশে শ্রমিক পর্যায়ের কাজেই যুক্ত হন তাঁরা।