
নিয়ন্ত্রক সংস্থার ওপর নজরদারির সুপারিশ
পুঁজিবাজারে অনিয়ম, তদবির ও অস্বচ্ছ সিদ্ধান্ত ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওপর নজরদারি জোরদারের সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। এই লক্ষ্যে তারা একটি শক্তিশালী ‘ওভারসাইট বডি’ বা নজরদারি সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে, যা আইনত স্বীকৃত ও কার্যকর একটি পরিদর্শনকাঠামো হবে। সম্প্রতি বিএসইসিকে দেওয়া এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ওভারসাইট বডির সদস্য হবেন সাতজন। এতে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাজারসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
এ বিষয়ে টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন আজকের পত্রিকা'কে বলেন, ‘একটা ওভারসাইট বডি গঠনের সুপারিশ করা হয়েছে। বিএসইসি কোনো কিছুর ব্যত্যয় ঘটালে সেই বডি এর বিপরীতে করণীয় সুপারিশ করবে। সুশাসন বা ব্যালেন্স রাখার জন্য এটি করা হয়েছে। বিগত সময়ে দেখা গেছে, বিএসইসির যে কাজ, সেগুলো করা হয়নি। আগে এ রকম অনেক কিছু ঘটেছে। আমাদের সংস্কারের উদ্দেশ্য হলো, আগের মতো অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে। বিএসইসি তার দায়িত্ব ঠিকভাবে পালন করলে এই ওভারসাইট বডির কিছু করার থাকবে না।’