
ঈদে ফুরফুরে রাখবে কো-অর্ড সেট
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১০:৫২
নিত্যদিন পরার জন্য হোক বা উৎসবে; ফ্যাশনে এখন বিশ্বব্যাপী জনপ্রিয় পোশাকটির নাম কো-অর্ড সেট। এটি সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আশি কিংবা নব্বইয়ের দশকের ট্রেন্ডি আউটফিট ছিল এ পোশাক।
কো-অর্ড আসলে কী? প্রশ্নের উত্তরটা প্রায় সবাই জানেন। তবু বলে রাখি, ফ্যাশন অভিধান অনুযায়ী, যখন কোনো একটি পোশাকের কোমরের ওপর ও নিচের অংশ একই কাপড়ে তৈরি হয়, সেটাই কো-অর্ড সেট। তবে এ ধরনের পোশাকের কাটিং ও প্যাটার্ন এক নাও হতে পারে। কিন্তু রং ও নকশা একই কাপড়ের থাকতে হবে।