
দুধের মাছিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে: নুর
উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এই সভা আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ।
সভায় তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদে দুধের মাছিদের জায়গা হয়েছে। পছন্দমতো নির্দিষ্ট বলয়ের একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।’
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এখানে যারা আছে সবাই বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মী। আমরা যে গণতন্ত্র মানবাধিকারের জন্য রাজপথে লড়াই করেছিলাম, কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন, এ রকম হাতে গোনা পাঁচ-ছয়জন পাবেন। অথচ উপদেষ্টা পরিষদে তিন–চারজন নারী আছেন, গত ১৫-১৬ বছরে তাদের ভূমিকা কী। এত উপদেষ্টা, এ সংস্কার কমিটি কোথাও তাদের জায়গা হয়নি। আমরা বলেছি এখানে গণ-অভুত্থানের অংশীজনদের অংশীদারত্ব না থাকে, তাহলে এটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে। তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না। এখন নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছে।’
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক বক্তব্য
- নুরুল হক নুর