কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না : রুমিন ফারহানা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২

কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।


সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। এসব প্রসঙ্গে  রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন। আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম। কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই।’


উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল। কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন, আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিতো? আর যদি প্রার্থী কাউকে দিতো, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না। আরো পারতো না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও