
ফের নগর ভবন অবরোধ ইশরাক সমর্থকদের
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়র হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়ানোর উদ্যোগ না নেওয়ায় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা।
শনিবার সকাল থেকে আন্দোলনকারীরা নগর ভবনে অবস্থান নেন। এ সময় প্রধান ফটক ও ভবনে তালা দেওয়া ছিল।
নগর ভবনের নিচতলার সামনের চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ ইশরাক সমর্থকরা। ফলে সেবা প্রার্থীরা সিটি করপোরেশনে এসে ফেরত যাচ্ছেন।
বৃহস্পতিবার ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কী উদ্যোগ নেয় তা পর্যবেক্ষণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে সেদিন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ইশরাক।
সে সময় শেষ হওয়ার পর ইশরাকের সমর্থকরা শনিবার আবার নগর ভবনে অবস্থান নেন।
নাগরিকদের সেবায় বিঘ্ন না ঘটাতে আন্দোলনককারীদের প্রতি নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন সরকারকে দ্রুততম সময়ে শপথ আয়োজনের আহ্বান জানান।