
গরমে তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন?
তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিনের সমস্যা সারা বছরই থাকে, তবে গরমকালে তা অনেক বেশি বাড়ে। ঘাম আর তেলের মিশ্রণে নাক, কপাল ও গাল সবসময় তেলতেলে হয়ে থাকে, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে। ব্রণ, র্যাশ, অ্যালার্জি, মেকআপ গলে পড়ার মতো নানা সমস্যাও দেখা দেয়। তাই গ্রীষ্মকালে তৈলাক্ত ত্বকের যত্নে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। চলুন, জেনে নিই।
বারবার মুখ ধোয়া নয়
গরমে ঘেমে গিয়ে অনেকেই বারে বারে মুখে পানি দেন বা ধুয়ে ফেলেন। এতে ত্বকের স্বাভাবিক তেল বা ‘ন্যাচারাল অয়েল’ কমে যায়, ফলে ত্বক আরো বেশি তেল উৎপাদন করতে শুরু করে। দিনে দুইবার মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেললেই যথেষ্ট। খুব অস্বস্তি লাগলে ফেস মিস্ট ব্যবহার করুন বা নরম সুতি কাপড়ে মুখ মুছে নিন।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
অনেকে ভাবেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার দরকার নেই, কিন্তু এটি ভুল ধারণা। ত্বক যদি শুষ্ক হয়ে যায়, তাহলে তা আরো বেশি তেল তৈরি করতে শুরু করে। তাই ফেস ওয়াশ ব্যবহারের পর হালকা বা অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চাইলে হালকা টেক্সচারের সিরামও ব্যবহার করতে পারেন।
ব্লটিং পেপার রাখুন হাতের কাছে
নাক বা কপালে অতিরিক্ত তেল জমে গেলে ব্লটিং পেপার দিয়ে তা শুষে নিন। এটি ত্বককে তাৎক্ষণিকভাবে সতেজ করে তোলে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে। গরমে নিয়মিত ব্লটিং পেপার ব্যবহার করলে ত্বক থাকবে অনেকটাই পরিপাটি।
- ট্যাগ:
- লাইফ
- তৈলাক্ত ত্বকের যত্ন